ভয় আমাদের প্রত্যেকের মণিকোঠায়
সযত্নে লালন করে রাখা !
মাঝে মাঝে কোলে নেওয়া - চুম দেওয়া
আবার ঠিক ঠাক গুছিয়ে রাখা,
কখন কাজে লাগে !
কিন্ত যদি কাঁটায় কাঁটায় কাঁটাকাটি হয়ে যায়,
নিমেষে ছলকে ওঠে বুকের রক্ত।
ভয় তখন জয় করে সাহস -
শাসন করে মাথার 'পরে চড়ে ।
সে আছে সেই শৈশব থেকে আমৃত্যু সযত্নে !
ছোটবেলা নিজের ছায়া দেখেই চমকে উঠতাম ।
মায়ের আঁচলে মুখ লুকিয়ে, বন্ধ থাকতো চোখ,
দীর্ঘক্ষণ -
যেন চোখ বুজলেই ছায়ারূপী দৈত্যটা
হারিয়ে যাবে অন্ধকারের ভিড়ে !
ভয় আছে প্রত্যেকের মনে, মগজে, অনুক্ষণ !
ভয় নেই - এমন ক'টা লোক আছে ?
আমার মেয়ে ভয় পায় মাকড়সাকে,
বৌ-এর ভীতি আড়শোলায়
শান্তাপিসীর টিকটিকিতে ভয়
আর জোনার ভয় ভুতে ।
লিয়াকত চাচা স্কুটি চড়ে না
ফার্নান্ডেজের ভয় শুধু জলাশয় ।
সোমনাথের ভয় সদা চাকরি যায়,
দিবানাথের ভয় অডিট
শামসুলের ভয় কোর্ট কাছারীতে
হাসিনা বিবির ভয় তার বৃহৎ পরিবার ।
আর আমার ভয় ? আমার ভয় শুধু তোমাকে নিয়ে -
তোমার ভয় না কারো যাত্রা সুগম করে ছাড়ে !
ভয় সেতো ছিল, আছে, থাকবেই ।
কেউ সারাজীবন ভয়ে গুঁটিয়ে থাকে
শামুকের মত,
জানে না, কোন শক্ত আঘাত
থেঁতলে দিতে পারে জীবন।
আবার কেউ ভয় পেতে পেতে মরিয়া হয়ে ওঠে
হাতে লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় ।
লুট করে ধন, সম্পত্তি, ইজ্জত - নির্দ্বিধায়।
সে জানে, যদি শান্তি প্রতিষ্ঠা পায়
যদি সম্প্রীতি বজায় থাকে সর্বত্র
যদি বিবেকের শাসনে চলে সমাজ
তবে তার অস্তিত্ব "এব্সলিউটলি নো হোয়ার !"
Comments
Post a Comment