উত্তর পুরুষ

একটা হাওয়া বইছে হালে "মন্দ মধুর হাওয়া" -
ওখানে ভাসিয়ে দিলে গা, রক্তে লাগে দোলা ।
ঘাসের সাথে শুকনো পাতার ঘর -
ভাঙ্গে ? তা যাক ভেঙ্গে যাক উড়ে
ধূলোর ঝড়ে বিষাক্ত হোক বুকের ভেতর হাপর,
উড়ুক কাপড়, দেখুক বেবাক লোক
             নগ্ন আমি বিকৃত এই মুখ ।
একটি হাওয়ায় ভাসছি সেই থেকে
ভাসছে তরী, ডুবতে পারে জানি !

এ হাওয়ায় পাতা নড়ে না, গলায় চেপে
বাঁশের ঝাড়ের নুইয়ে দিচ্ছে মাথা
আমের ডালে মুকুল ঝরে
বুদ্ধিপাকা হলুদ পাতার দল -
একটু যদি শিরায় ছিল টান, হাওয়ায় খানখান,
সমুদ্রকে ভয় দেখায় উথাল করে ঢেউ ।
তোমার পাশে দাঁড়িয়ে নেই কেউ ।
মহাশূন্যে গ্রহপুঞ্জের মত, অসংখ্য অসংখ্য তারা
আসলে তে কেউ কারো নয়, একা সবাই একা,
এখনও সময় আছে, তফাৎ সরে যাও 
যদি মগজ ধোলাই হয় -
তুমি তো শেষ, 
তোমার সাথেই শেষ হবে তোমার সাধের উত্তর পুরুষ !

বই - আমার না বলা কথা 

Comments