দিনে দিনে রঙ বদলে যায় ।
যা ছিল সাদা, কালের হাওয়ায়
লেগেছে রঙের ছোপ -
এবার দেখ কেমন করে তা দিতে হয় গোঁফ !
এই যে এত মিটিং, মিছিল
উগরে দেওয়া কান্না
তুমি তো সেই ড্রপার হয়েই আছো !
চোখের কোণে দাগ থাকবে থাকুক,
কান্না দিয়েই জম্পেশ এক
কবিতা লিখবে জানি !
আমার শুধু মনে এখন ভীষণ ভীষণ ভয়
যদি মোড়ে মোড়ে আর জি কর হয়
তোমরা যারা রঙের খেলায় মেতে -
তোমরা জান, বিচিত্র আজ কোন কিছুই নয় -
যদি বলি সবটাই সাজানো নাটক !
যজ্ঞের স্বার্থে কুমড়ো বলিদান !
শাহজাহান - ইতিহাস কি শিক্ষা দেয় ?
চোখ কান কি খোলা আছে তো !
তবে যে যা বলুক, নিন্দুকেরা মন্দ কথাই বলে -
ওসব এখন "দূর দূর কি বাত "
শশীকান্ত, সবাই জানে
এই যে এত "তেহাই" দিচ্ছ, আর কিছু নয়
আসরটাকে করতে যে হয় মাত !
Comments
Post a Comment