বন্যা

কী গো ?তোমাদের খবর কী ? 
খুব যে সেলফি দিচ্ছো ? ঘরেই ? 
নাকি জল ভেঙ্গে অফিস করতে যাচ্ছো ?
শুনেছি মালুগ্রামে তিন তিনটে পাম্প লাগানো হচ্ছে ?
কাল সকাল নাগাদ জল কমবে নিশ্চিত ।
অবশ্য তোমাদের কী - তিনতলা বাড়ি
তুমি তো দোতলাতেই আছো -
ওখান অবধি জল ? অসম্ভব  !
হ্যাঁ, একটু আধটু অসুবিধা - সেতো হবেই ।
কী বললে, নেই ? কারেন্ট ? নেই ? সেকি ? কেন ?
জলের ট্যাঙ্ক, সেফটি ট্যাংক সব একাকার ?
আহা রে ! বাড়িতে বাজার ? মাছ ? আছে ?
জানি সে তো থাকবেই । তবু -
আজ আড় মাছ এনেছি বাজার থেকে, 
বাজার তো নয়, রাস্তায় বসা, খুব সস্তা -
চাই তো পাঠিয়ে দিতে পারি 
জানো তো, বন্যা হলে এই একটা সুবিধে -
মাছের বাজার ভীষণ সস্তা হয় ।

সুবিমলকে ফোন করেছিলাম,
বললে, আছি বন্ধু ছুটির মেজাজে ।
ভাব দেখেই স্টক করেছিলাম
এখন দিনভর বাড়িশুদ্ধু 'দশ পঁচিশ" খেলি ।
অতনুর অফিস ডুবেছে - তিন দিন ঘরেই
বললে, বৌ-বাচ্চাকে সময় দিচ্ছি বস -
সবাই মিলে জল দেখতে যাচ্ছি !

শুধু আশুটার একটু খারাপ অবস্থা
নদীর পাড়ে দোকান, জলের তোড়ে শেষ ।
এক কাপড়ে বেরিয়ে এসেছিল, এখন ক্যাম্পে ভর ।
বললাম, কী চাই তোর ? বল ? কোন‌ও সাহায্য ?
বললে, আমার জন্য ভাবতে হবে না তোর
তোদের পাড়ায় যে ভিখিরিটা বসতো - মনে আছে ?
ওই যে - একটা হাত, একটা পা কাটা -
আমাদের পাড়ায় থাকে, ঠিক মাঝামাঝি বাড়ি
আজ তিন দিন জলের মধ্যেই আছে ।
গতকাল জল ভেঙ্গে খাবার পৌঁছে দিয়েছি
আজ জল ভাঙ্গি সে সামর্থ্য নেই ।
আমার তো ঈশ্বর কৃপায় দুটো হাত‌ই আছে,
যদি পারিস ওর জন্য কিছু একটা কর !

আশুটা চিরকালই অপদার্থ গোছের
নিজের ভালো আজ‌ও শিখলে না -
"আপনি থাকতে ঠাঁই পায়না শঙ্করাকে ডাকে -"
সত্যি বিতিকিচ্ছিরি !

Comments