ওরা ধর্ম নিয়ে গর্ব করে
শিল্প নিয়ে বেজায় বড়াই
নিজের পিঠে চাটি মেরে
সাবাসি নেয় লাটের,
ওরা নব্য বাঙালি ।

ওদের পূজো মানে হৈ হুল্লোড়
ডিস্কো আর ডিজে,
সাত্বিকতা থাক বা না থাক
ব্যতিক্রমী থিমে
ওরা নব্য বাঙালি ।

মায়ের মুখটি কেমন হবে
যেমন দেখতে দিদি
দশ হাতে তার দশ প্রকল্প
আশীর্বাদে গিনি,
ওরা নব্য বাঙালি ।

মন্ত্র তন্ত্র পুরুত ফেচাং
চুক্তি করেই শেষ
মায়ের পায়ে ফাটা চপ্পল
খোঁপা বাঁধা কেশ,
আহা উনি বাঙালিদের মা ।

কিছু ভক্ত ফ্যাকাসে রক্ত
অঞ্জলী দেয় মাকে
দুহাত জোড়ে বলে দি-মা
রেখো চোখে চোখে ।
আমরা নব্য বাঙালির ছা ।

আসল দেবী ঘাটের মরা
মন্ডপের এক কোণে
অবহেলায় চোখটি মুছেন
সন্ধ্যা নেমে এলে ।
তিনি 'সরা- লখা' র মা 
ওই বাঙালিদের না !





Comments