জীবন


জীবন এক খরস্রোতা নদী
তার আঁকা বাঁকা পথ - চড়াই, উৎরাই ।
যত তারে মূক আর বধির বলি,
গতিতে তার হেলদোল নাই
কলকল শব্দে সে বহমান ।
জীবন চলে নিজ ভঙ্গীমায় ।

লোকে তারে স্বেচ্ছাচারী বলে,
আমি বলি কপালের লিখন,
দু'কুলে ঢেউ তুলে ভাঙ্গনের সুর ।
চলার পথে যত জঞ্জাল আবর্জনা
বুকে টেনে নেয় আপন মহিমায় 
হাসি, কান্না, দুঃখ, পিত্তশূল ।

সে চঞ্চল, গম্ভীর আবার প্রগলভ
কানে কানে বলে যায় বেঁচে থাকার মন্ত্র 
মনের সাথে হয় মনে মনে কথা ।
ঘরে যার বসে না মন -
পথে পথে যার ঘর বাঁধা রয় -
জীবন তারে পথ দেখায়, নিরালায় ।
তাকে স্বৈরাচারী কিংবা শক্তের দাস
যে তকমাতেই সাজাও
সে নীরবে সরব থাকে প্রতি মুহূর্তে
পায়ে পায়ে ইতিহাসের জন্ম দেয়
সময়ে, অসময়ে, অবেলায় ।

জীবন মানেই বোঝা নয়, বোঝাই স্মৃতি
                              বহমান স্রোত,
                অবশেষে মোহনায় ইতি ।

Comments