জাতীয় উৎসব

বাঙ্গালীরা এখানে বেশ ভালই আছেন --
সময়ের সাথে নিজেকে কেটে ছেঁটে
একদমই সাইজে নিয়ে এসেছেন এবার।
বারো মাসে তেরো পার্বণের বালাই নেই
কর্মপুরুষ, কার্তিকপূজা, সত্যনারায়ণ ব্রত
বাঙ্গালীর ঘরে এখন অনেকটাই অবাঞ্ছিত ।
নৌকোপূজা, তিন্নাথ আর রথে পুতুল কেনা
                    সেকেলে ভাবনা।
পিঠে পুলির চল শেষ কবেই
                        এখন পিৎজার বাজার
শাড়ী ছেড়ে নাইটি আর চুড়িদার
সবকিছুতেই সোজাসাপ্টা সচ্ছলতা ।
সন্ধ্যায় শঙ্খ, ঊলুধ্বনি আর তুলসী তলা
শহরের কোলাহলে চাপা, হারিয়ে গেছে সব ,
শুধু যারা ঘর ছেড়ে বেরিয়েছিল একদিন
সময়ের সাথে এখনো তারা শুধু 'ক্যাম্প' পাল্টায়।

বাংলা মাধ্যমে এখন ভালো ছাত্র‌ই নেই
যদি বা মেধা থাকে ছিটেফোঁটা, সামর্থ ক‌ই 
টেটের লালিপপে ভিজে মজে একাকার ।
দিন দিন নতুন নিয়ম, নতুন বায়ানাক্কা --
তবু চামচ আর হাতায় কত বাহাদুরি !
সময়ে সময়ে অফিস আদালতে
                           বাংলা ফুঁপিয়ে কাঁদে -
বাংলা ব‌ই বিক্রি হয় না তেমন,
তবু সাড়ম্বরে কবিপ্রণাম চলে।
নিয়ম মেনে মোড়ে মোড়ে সাফ সাফাই হয়,
কৃষ্ণচূড়া করবীতে সেজে ওঠে বেদি -
এগারোটা প্রদীপ জ্বেলে প্রতি বছরের মতো
সারম্বরে পালিত হয় বরাকের জাতীয় উৎসব ।

Comments