ভাবনার স্ফুরণ

কালের গতি একমুখী। নদীর স্রোতের মতো, সে শুধু এগিয়ে চলে সম্মুখপানে । তার চলা, সৃষ্টির অনাদিকাল থেকে অনন্ত । প্রতিটি মুহুর্তকে অতীতে ঠেলে গিয়ে সে চলেছে আপন গতিতে । আর তার ডানায় ভর দিয়ে পৃথিবীর সমস্ত জীব এক কালচক্রে বাঁধা জন্ম থেকে মৃত্যু । জীবনধারণের জন্যে আত্মরক্ষা আর ক্ষুধা নিভৃত্তির বাইরে তার আলাদা কোন ভাবনার জায়গা নেই। শুধু মাত্র ব্যতিক্রম মানুষ ।
মানুষ‌ই সমস্ত জীব জন্তুর মধ্যে ব্যতিক্রমী প্রাণী। সে কালের স্রোতে গা ভাসিয়েও ভবিষ্যৎকে নিয়ন্ত্রণে রাখতে চায়। সে ভাবতে জানে, অতীতকে দেখতে জানে ।আর সেই অতীত থেকে শিক্ষা নিয়ে গড়ে তুলতে চায় নিজের মনের মতো পৃথিবী ।
এই ছবিটি মানুষের পশুস্তর থেকে মানুষে উত্তির্ণ হবার মূহুর্ত। পুরো শরীরে বস্ত্র থাকে না, সোজা নয় মেরুদন্ড। তবু আমাদের পূর্বপুরুষ আধামানব তার আচরণে নীরবে জানান দিচ্ছে --" আমিই সমকালীন সময়ে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ।"

Comments