- Get link
- X
- Other Apps
সে আসছে ।
খুব ধীরে, কিন্তু অবিচল;
গতিতে শ্লথ হলেও স্তব্ধ নয় ।
তার জীবন, এক অনন্ত যাত্রাপথ।
সে আসছেই ।
সেই কোন অনাদি অতীতে
কারো একের বুকচাপা কান্না
জন্ম দিয়েছিল তীব্র ইচ্ছা মনে --
তারপর আর ফিরে তাকানো নেই।
একটার পর একটা চড়াই উৎরাই পেরিয়ে,
সেই ইচ্ছা এখন মহাশক্তি,
বুকে স্বপ্ন, মনে সাহস আর ভবিষ্যতেও ভরসা ।
সে আসছেই ।
তার পা পায়ে পায়ে রক্ত আলপনা আঁকে ।
জীবন যখন রুক্ষ, কর্কশ --
তার চলার পথে প্রতিটি রক্ত ছাপ
মাটিতে পোঁতা জীবন্ত মাইন যেন,
শুধু সময়ের অপেক্ষা।
সে আসছেই ।
হৃদয়ে ভৈরব আর ডানায় কালবৈশাখী নিয়ে,
কখন কোন পথে সে আছড়ে পড়তে পারে
কেউ জানে না।
প্রচন্ড ক্ষুধায় জমতে থাকা পিত্তরসে
যখন বন্যা হয়
কোনও আগ্নেয়গিরি থেকেই সে কম কিছু নয় ।
সমস্ত স্থিতিশীলকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে
আনে নতুন দিগন্ত।
সে শব্দ করে হাসতে জানে না।
যদি হাসে আরো একটা ভূমিকম্প নিশ্চিত।
আর তখনই জেনে নিও সে আসছেই।
গতকাল আরো একটা কারখানাতে
তালা লাগানো হয়েছে পাকাপোক্ত ভাবে --
শেষ রাত্রির খবর ।
শত আন্দোলনেও ওই তালা আর ভাঙ্গছে না।
এখন সরকারি বলতে শুধু সরকার
বাদবাকি সব কিছুই বেসরকারি, আমি শুনেছি ।
এমনকি মস্তিষ্কের মেধা, বুদ্ধি কিংবা কর্মদক্ষতা --
সবটাই।
কৃষকেরা মাঠ ছেড়ে রাস্তায়
রাস্তা এখন মহা মিছিলের দখলে ।
মিছিলে ওরা কারা -- মহাসন্ন্যাসীর দল ?
এখনই সঠিক সময় --
যদি জন্ম দিতে ব্যর্থ হও তাকে
যদি তার পথ আটকে দাঁড়িয়েছ কেউ --
কালের বিচারে তোমারও ক্ষমা নেই জেনো ।
আজ নয়তো কাল, সে আসবেই ।
Comments
Post a Comment