হীরক রাজার দেশে

বৃষ্টি এলো, বৃষ্টি এলো
হঠাৎ করেই মেঘ ঝাঁপিয়ে
বৃষ্টি এলো বৃষ্টি এলো
দিগন্ত কার কালো করে
ভর দুপুরে চোখ ভাসিয়ে
বৃষ্টি এলো বৃষ্টি এলো।
সৃষ্টি ছাড়া বাঁধন হারা
বজ্রপাতে বৃষ্টি ধারা
মেঘ পরীদের কানাঘুষা
মতান্তরে আগুন ঠাসা
কার ঘরেতে চাল উড়ে যায়
বৃষ্টি ভাসায় ঘর --
হাভাতি তুই মুন্ডু মোড়া
কোলের বাচ্চা বুকে চেপে
বটের ছায়ায় যা,
সর্বনাশী বৃষ্টি এলো
হাড়পাজীদের ছা।

কোকিল যাদের বুদ্ধি বেজায়
বর্ষা এলেই পাত্তা নেই
ঝড়ের শেষে ক্ষমা চেয়ে
হাজিরা তার ফুট নোটেই।
ভিজলো পাহাড় ভিজলো নদী
ভিজলো যত গরুর পাল
ঝড়ের রাতে মাঝি তোমার
শক্ত করো মুঠোর হাল।

বৃষ্টি যদি কান্না হয়
ফসল শীষে সে তবে রয়
চায়ের কাপে গরম ছ্যাঁকা
মন্দ বাজার উনুন চাপা
মাদল বাজায় কে ?
পিচের পরে রক্ত ছাপ
তারপরেতেও অনুতাপ
বুকের উপর পাথর চাপা
রক্ত ঝরায় সে ?
লজ্জাবতী লজ্জা হারায়
শতাব্দীর এই বুভুক্ষায়
বৃষ্টি তারে লেহন করে
নন্দী নাচন দে ।
হীরক রাজার দেশে এসে
গোপী বাঘা অবাক খুব
রাজ্য জুড়ে নির্বিকার
কোথায় গেল দুঃখ শোক।



Comments