শ্রদ্ধাঞ্জলি

শিক্ষা নিয়ে অনেক কথা শুনি
শিক্ষা কি ? ডিগ্রী পাস ?
ব‌ইএর পাহাড় মাথায় নিয়ে
                               ক্লান্ত ফেরা ?
নাকি মেট্রো গেটের মত‌ই একটা
                         এনট্রি পাস ?
শিক্ষা কি ? 
নাওয়া খাওয়া ভুলে গিয়ে
টিউশন আর অন লাইনেতে ক্লাস ?
শিক্ষা কি ?
মার্কস বাড়াবার মেশিন ? মার্কস কেন ?
প্রতিযোগিতার মুখোশ টেনে
              হীনমন্যতাবোধ ?
কিসের শিক্ষা ? বিদেশ যাবার ? 
উন্নতির পারদটাকে আকাশ ছোঁয়ার ?
বিপদ কালে পাশ কাটাবার ?
একান্নবর্তী থেকে আত্মকেন্দ্রিকতা ?
জীবনটাকে টাকার অঙ্কে মাপা ?
মানুষ হয়ে মানুষকে মানুষ না ভাবা ?
শিক্ষা কি ?

ঘটা করে লোক জানিয়ে শিক্ষক দিবস !
সারা বছর আতঙ্কে থাকেন
          সংকটে নাম যশ ? শিক্ষক দিবস !
আমাদেরও শিক্ষক ছিলেন
              মানুষ গড়ার কারিগর
কোনদিনই ছাত্র থেকে ভয় ছিল না মনে।
আদ্যোপান্ত ভদ্রলোক, সঠিক অর্থে গুরু
আমাদের শিক্ষা জীবন তাদের হাতেই শুরু।

গ্রামারের শিক্ষক ছিলেন, গুরুপদ সেন,
ক্লাসে এসে জিজ্ঞেস করলেন,
ফার্স্ট বানানটা কি ?
আমি বললাম, F A S T ফার্স্ট।
মারলেন না, শুধু মাথায় আলতো টোকা --
শুদ্ধ কর , F I R S T ফার্স্ট।
আর দাঁড়িয়ে থাক ব্রেঞ্চের উপর
যতক্ষণ বানান শুদ্ধ না হয়।
দেখবি আজীবন ভুল হবে না তোর।
আজ‌ও প্রতিবার যখন‌ই ফার্স্ট লিখি,
মুহূর্তে থেমে যায় কলম
মনে মনে প্রণাম করি স্যার
এ যাবৎ ভুল হয় নি আর।

প্রভাস রঞ্জন ভট্টাচার্য
নাম শুনলেই নুইয়ে আসে মাথা।
বাবরি চুল পছন্দ ছিল না স্যারের,
ছাত্র হবে ছাত্রের মতো, 
                  এই ছিল স্যারের কথা ।
হোম ওয়ার্ক আপটু ডেট চাই
না বোঝ, জিজ্ঞেস করো, ক্লান্তি নেই ।
হাতে একটা লিকলিকে বেত
গায়ে তুলতেন নেহাৎ প্রয়োজনে
তবু ভয়ে থাকত সবাই
                স্যারের বিরক্তি না ঘটে।
আজ‌ও অসাবধানে চুল যখন
                      মুঠির মধ্যে আসে,
অস্বস্তি হয়, তক্ষুণি ছুটি সেলুন
                      শিক্ষা তাকেই বলে।

পালিত স্যার, অপূর্ব পালিত, 
                             অঙ্ক শেখাতেন ;
খেলাধুলায় প্রচুর উৎসাহ।
খেলার মাঠে নামিনি কখনো,
কোলে চড়ে মাঠে যেতাম রোজ।
আরো আছেন সুবোধ পাল, সুবিনয় পাল
মধু স্যার, অজিত স্যার, মহিতোষ রায়,
শিক্ষক ছিলেন আমার, ছাত্র অন্ত প্রাণ
দুদিন স্কুল কামাই হলেই, খবর নিতেন সবার,
ছুটে আসতেন বাড়ি, অসুস্থ নাকি "জান" ?

প্রণাম আমার শিক্ষাগুরু, মহর্ষি সব,
আমার প্রণাম জানাই,
আশীষ করুন শিক্ষক দিবসে 
এমনি ভাবে জন্ম জন্মান্তরে
                              শীতল ছায়া পাই।


Comments