বিন্দাস

কিছু কিছু লোকদের দেখে এই কবিতাটি না লিখে পারলাম না। কারো মনে আঘাত দিলে ক্ষমা করবেন প্লিজ।

বিন্দাস

এই যে বৌদি, মাছ চাই ? টাটকা
এই তো নিচ্ছে আমাদের পটকা ।
কি বললে ? ফিশারির ? নদী থেকে তুলে আনা !
দু'কেজি সাইজের, নিয়ে নিই ষোলানা ?
 ফ্রীজে আছে? রেখে দাও, বেশতো থাকনা
যার যা ভালো লাগে সেইটাই খাক না।
দাম নিয়ে ভেবো নাতো, এ বাজারে এই ঠিক
এগারোশ চাইছে, আগে তো মাছ দিক।
কচি পাঁঠা কত জানো ? বারো'শ প্রতি কিলো ।
তাও আমি নিয়ে নিতাম, যেই গেছি -- শেষ হলো
বাঃ বা, এত লোক ! নিমেষেই উড়ে শেষ,
আমিও ছাড়ছি না, আমি যে অনিমেষ
নোট কটা ঠুকে দিয়ে নম্বর টুকে নিলাম
যেদিন‌ই উঠবে, দিয়ে যেতে বলে দিলাম।
লকডাউন কাঁচকলা, আমিতো ঘুরছিই
কেউ কিছু বললে, থলি তুলে ধরছি।
টেনশন নিও নাতো, কেউ কিছু বলছে না
একটাই অসুবিধে, বহুদিন টানছি না।
আর হ্যাঁ, শুনে রাখো, মীরাকে বলবে
ব্রয়লার নেইকো, ফ্রোজেনেই চলবে।
বাইরে তো খাচ্ছি না, ফাস্টফুড বন্ধ
ঘরে খেতে বাধা কি, হোক গালমন্দ।
জিরেভাত, মাছ ভাজা, সাথে কষা মাংস
ডাল হবে পাতলা, লেবু দুই অংশ
এইতেই চলবে, দুপুরটা জম্পেশ
টমেটোর চাটনি, নাই দিলে দরবেশ।
এরকম ছুটি বলো কতদিন পাইনি
বুকে হাত দিয়ে বলো, এইটাই চাইনি ?
তার উপর ছক্কা তুমি আছো এখানে
প্রতিদিন পিকনিক, কোরোনা ভেকশনে।

কানে কানে বলে রাখি পাঁচকান করোনা,
বছরেতে একবার হোক এই কোরোনা।
ঘরে বসে থাকা যায়, বিনা কাজে বেতনে,
খাও দাও টিভি দেখো, আয়েশে যতনে।
মাঝে মাঝে অবসরে ফোনে শুধু বলবে ,
" ইশ আর পারি না, কতদিনে থামবে।
বাড়ি বসা এতদিন সত্যি পারিনা ।"
"কত লোক মরছে , দেখেছিস কি কষ্ট 
সবটাই অভিশাপ, প্রকৃতি যে রুষ্ট ।"
" কি যে করে সরকার, কিছুই তো বুঝি না
এতো লোক মরছে, (তবু) ডেথ রেট কমছে না।"
আর ভাই এক কথা শুতে যেতে, উঠতে
যার যিনি ইষ্ট তাকে হবে বলতে
" ঈশ্বর আল্লা গোর লাগি, পেন্নাম
আমরা মরলে আপনারই বদনাম। "

সূপ্রদীপ দত্তরায়

Comments