অনুনয়

অনুনয়

একটা অভিশাপ, শুধু একটা অভিশাপ, 
তোমার আমার জীবনটাকে 
তছনছ করে দিতে পারে, 
যদি আগ্নেয়গিরি একবার জেগে উঠে 
বিশাল লাভা স্রোতে তার
কত গ্রাম পাহাড় হতে পারে নিঃশেষ, 
যদি সবকটি মানুষ একসাথে মুষ্টিবদ্ধ হয়, 
হাত তুলে নেয় শ্রমিক সব কাজ থেকে,
যদি সত্যি সত্যিই সেই অর্থে হরতাল হয় পৃথিবীতে ,
প্রগতির চাকা ঠেলতে পারে 
তেমন বিকল্প শক্তি আছে তো ?

এখনো  সময় আছে, এসো একটু তাকাই
ঈশান আকাশে দেখো পুঞ্জীভূত মেঘ 
ঝড় আসছেই।
অসংখ্য পায়ে যুগলবন্দি রেল আর সড়কে ।
ধুলো মাখা পা চূর্ণ বিচূর্ণ করছে
আমাদের শিক্ষার অহমিকা,
বিবেক, বিচার, মানবিক মূল্যবোধ 
সভ্যতার মেকি ইন্দ্রজাল ।
তুড়ি মেরে বুঝিয়ে দিচ্ছে, সবটাই কুমীরের কান্না।
 কেন বুঝতে পারি না ?

আমরা কি জানি না --
একটা ফোস্কা, একটা কালো ঘন মেঘের জন্মদাতা ।
ওই যে শিশুটি যার এক পায়ে চটি
অন্য পা প্লাস্টিক মোড়া, 
যার পেটে এক শতাব্দীর ক্ষুধা
গলায় থর মরুভূমি, যদি মৃত্যু হয় ওর
আরো একটা বজ্রপাত জানি  নিশ্চয়
তোমার আমার ঠিক মাথার উপরে আকাশে।
 ওই মহিলাকে দেখেছো ? ওই যে বুড়িমা বা সন্তান সম্ভবা
ইতিমধ্যে যাদের একশ আশি কিলোমিটার 
পায়ে হেঁটে হয়ে গেছে অতিক্রম, 
তাদের চোখের প্রতিটি ফোঁটা জল 
শিলাবৃষ্টির জন্ম দেয়,  ইতিহাস সাক্ষী ।
আমরা জানি নিশ্চয় ।
খাবার টেবিলে যে কশা মাংসপিণ্ডটি রাখা,
সেটি সেই পরিযায়ী শ্রমিকের,
অরাইয়াতে লড়ি দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছিল, 
সাথে যে মদিরাটুকু উপভোগ করছি ঠান্ডা ঘরে
আসলে তা ফ্রোজেন রক্ত,  রেলে কাটা শ্রমিকের ।
আরো আছে,  আরো চাই আরো আছে ।
একটা সুখবরও আছে সাথে ,কানে কানে বলে দিই
জিহ্বার ভেতরে যে আরো একটা জিহ্বা
তালুর সাথে সেঁটে গিয়ে  সেটা,
বন্ধ হয়ে গেছে বিষনালীর মুখটা 
তাই প্রতিবাদ করতে ভুলে গেছে ওরা, 
অভিশাপ সেতো দুর দুরস্ত ।
আতংকিত হবার তেমন কারণ নেই ।
বন্ধু, চিয়ার্স।

একটা তুফান উঠেছে  আকাশে !
দীর্ঘ দিনের ফসল, 
তোমার আমার বা আমাদের ওই বাবুমশাইটির--
নিস্তার নেই কারো ।
যারা আজ আমাদের দাবার বোর্ডে সৈনিক 
যারা আমাদের মসনদে একটি সংখ্যা মাত্র, 
যাদের জঙ্ঘা, কাঁধ, পেট, পিঠ, মাথা
এমনকি বুকের ভিতরটা মাড়িয়ে দিয়ে 
আজ সুউচ্চ স্থানে বসে আছি আমরা ,
আমরা কি জানি না, কতটা শক্তি ধরে ওরা।
খুব জানি, তবু অজান্তেই কেয়ারলেস।

একমাত্র সন্তানের মৃতদেহ কোলে
ভোপালের রাস্তায় সেই মহিলাটি
বুকে তার এক সমুদ্র তৃষ্ণা, চোখে নদীস্রোত,
আকাশের দিকে মুখ তুলে বলছে, 
চিৎকার করে বলছে," হে ঈশ্বর, তুমি সর্বশক্তিমান,
আশীর্বাদ  কর প্রভু হে দয়াময় --।
যাদের বদান্যতায় সন্তান আমার মৃত
পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে তবে ,
তাদের তুমি পরিযায়ী শ্রমিক করে আবারো  জন্ম দিও।
আরো যেন একটা ভয়ংকর মহামারী সৃষ্টি  হয়,
আতংকিত মানুষগুলো দরজাতে দেয় খিল, 
লক্ষ যোজন পথ চলবে ওরা, যারা আজকের রাজা , 
তুমি ওদের ক্ষুধার ষন্ত্রণা দিও, লাঠির ঘা দিও, 
দিনে প্রখর সূর্য তেজ, রাত্রিতে দিও বৃষ্টি ।
তারপর যদি হয়, হয়তো বা কারো বোধোদয়।
হে ঈশ্বর, এ আমার কাতর অনুনয় ।


সুপ্রদীপ দত্তরায়

Comments