যন্ত্রণা

পড়ছিলাম শুভ দাসগুপ্তের কবিতা
"মৌলিক জীবন"। জীবনের সার কথা নিয়ে
কত সহজ সরলভাবে বললেন শুভদা,
অবাক হলাম আবার,
এভাবেও কেউ বলতে পারে তবে !
কি সুন্দর সেখানে বর্ণনা--
সৃষ্টি থেকে লয়, জন্ম থেকে মৃত্যু
গোটা জীবন জুড়েই যন্ত্রণা,
প্রতি মুহূর্তে আঠার মত জুড়ে
এক ছায়াসঙ্গী যেন, এমন‌ই তার ভাবখানা।
ভাবি সত্যি তো--
এই যে আকাশ,চৈতী বাতাস
তার মনে কি কষ্ট নেই ?
যে মনটা কথায় কথায় রুষ্ঠ হয়ে যায়
তার মনেও যে কষ্ট সেই।
এই যে গাছ, জানলাতে বসা চড়ুঁইপাখি
আমার ব্যালকোনির ক্রিসেন্থিমাম ফুল
কিংবা স্বার্থপর ওই হলুদ-কালো প্রজাপতি,
সবার মনেই যে লুকিয়ে আছে,
গভীর একটা ক্ষত । এই যে সময়,
একটার একটা মুহূর্ত জন্ম দিয়ে
মা মুহুর্তটিকে ঠেলে দিচ্ছে 
অতীতের পাতকুঁয়োয়, তার মনেও কষ্ট কত।
যে ছেলেটা জন্ম নিল কাল, তার বুকে যে  যন্ত্রণা 
দশ মাস দশ দিন সেই যন্ত্রণায় পিস্ট হতে হতে
একদিন সে চিৎকার করে জানান দিল --
"হে ঈশ্বর, আমি আর পারছি না হে।"
পৃথিবীর সমস্ত যন্ত্রণা তখন 
একযোগে নির্বোধের মতো শাঁখ, ঘন্টা বাজিয়ে বললে, " তোমরা সবাই শুনতে পাচ্ছো নিশ্চয়ই,
 আমরা আরো একজন সহযোদ্ধা পেলাম।"

শুকনো বুক, ঘোলাটে দৃষ্টিতে মা ---
আকাশের দিকে তাকিয়ে বললে,
হে ঈশ্বর, সত্যিটা স্পষ্ট করে বলো,
আমি কি তবে আরো একটা
যন্ত্রণার জন্ম দিলাম।

সুপ্রদীপ দত্তরায়

Comments