সুখপাখি

সুখপাখি 

সুখপাখি তুই থাক দূরে থাক , 

অনেক দূরে, 

আমার থেকে, শহর থেকে 

আমার মত হাভাতাদের জীবন থেকে 

অনেক দূরে, 

শ্যামার থেকে, পুটির থেকে 

গ্রামভারতের কুটির থেকে, 

মুন্ডাখুড়োর বেটির থেকে ,

চালি ঘরের চাটাই থেকে ,

আঠজোড়া ওই শীতল পাটির ঘামের থেকে 

তুই দূরে থাক ।


তুই দূরে থাক, অনেক দূরে, 

বুক খোলা ওই হকার থেকে, 

পাথরভাঙ্গা পাথর মনের মেয়েটির সাথে 

চায়ের ভাড়ে তৃপ্তি বিলায় রামিজ থেকে 

তুই দূরে থাক।

তুই আসিস না আর বছর বছর নানান রূপে , 

প্রতিশ্রুতির ডালি নিয়ে ঘরের দোরে , 

মুখোশ টেনে বিজ্ঞাপনে ফনীর সাজে

তুই আসিস না আর ।

তুই উৎসবের তিলক কেটে রক্তে মাতিস

গণতন্ত্র মুখে বলিস, কি তার বুঝিস

ভাঙ্গছে তো ঘর হাভাতাদের

মুছছে সিঁদুর সতীর মার, 

জাহানারা জানলে নাতো

আব্বা কেন মরলে তার।

তোরা রডের ঘায়ে ভাঙ্গিস গাড়ি 

বুথের উপর খবরদারি 

বিকছে মানুষ কথার ফাঁদে

সুখের আসল কে হকদার ।

তুই বড় দুর্ভাগা রে,

আমরা পোড়খাওয়া রে, 

মিথ্যে আশা প্রলোভনে, ভাঙ্গিস না কপাল।

নাইবা এলি ফিরে ফিরে, নাইবা কাটলো অন্ধকার 

নাইবা উঠলো সোনালী সূর্য, নাইবা এলো সেই সকাল ।


ভোটপাখি, তুই থাক দূরে থাক, 

অনেক দূরে 

আমার থেকে, শহর থেকে, 

আমার মত হাভাতাদের জীবন থেকে 

অনেক দূরে ..........।

সুপ্রদীপ দত্তরায়


Comments