দুগ্গতিনাশিনী


মাগো,
মা দুগ্গা, দুগ্গতিনাশিনী
পেন্নাম হই মা
পেন্নাম হই তোর শ্রীচরণে।
তুই আসবি নাকি এই গেরামে
এই আশাতে পথ চেইয়ে
গোটা বছরটি গেইছে কাটি।
শীত গেইছে বারিষ গেল
চড়ক সাথে ভাদু গেল
তবু তোর দেখা পাইলি নাই ।
কি তোর ইমন কাজ লো
যে তোর আসার সময় লাই ?
কি কথা তুই দিয়েছিলি
মা তোর কিছুই মইনে লাই ?
বছর বছর আসবি ফিরে,
হামদের এই চালা ঘরে
মা তোর কথার কি আর
কোনই দাম লাই ?

চেইয়ে দেখ তুই আইসবি তাই
কত শিউলি ফুটেছে
মেঘগুলান সব তুলার মতন
এদিক ওদিক ঘুরইছে যেন
আলিপনা কাইটেছে ।
সব তুই আইসবি বলে মা ।
মাঠের শিরে হলুদ শীষ
হাওয়ার তালে নাইচে বেশ
যেন ঝুমুর নাইচেছে ।
পথের পাশে জংলী ঘাস
বুনো ফুলে মিষ্টিবাস
ফুল মাদুর বিছাইছে।
তোর আলতা পায়ের আলোরছটায়
ধুলায় যদি চমক ঘাটায়
তাই শিশির শুইয়েছে ।
সব তুই আইসবি বলে মা ।
তুই আইসবি বলে বাজার ভরা
লতুন কাপড় লতুন জুতা
হঠাত কইরে কাজের পারা
সব তুই আইসবি বলে মা ।

গেল সাল বুখার ছিল
গেল সাল বুখার ছিল তাই,
গোটেক পুজা শুইয়ে ছিলাম
চালাঘরের ছোট্ট মাদুরটাই ।
তাই দেখা হয় লাই ।
একা ঘরে চাদর গায়ে
কত তোরে ডাইকে গেছি,
কাইন্দে দুচোখ ভাসায়েছি
বইলেছি, মা তুই জানিস -
হামার গায়ে বড় বিষ --- রে,
একটু যদি সময় দিস
সময় কইরে দেইখে যাস
হামার তো আর কেউ লাই ;
যে দাওয়াই দিবে, পথ্যি দিবে,
মাথায় হাত ছুইয়ে বইলবে,
"ভাবিস লাই ভালো হইয়ে যাবি"
বইলবে, "হামি তো তোর পাশে আছি
কোন চিন্তা লাই।"
কিন্তু তুই মা আসিস লাই
কেনে, না তোর সময় লাই ।
মোড়ল বইললে শোন্ মালতি
মায়ের কি সময়ের খেতি
যাকে খুশি ইস্সে মত বিলাই।
তিন দিন হে সময়
তার মাঝে সময় করে সব জায়গা যাওয়া
একি কোন সহজ কথা ?
সত্যি কথা , কত জায়গা
তোকে যাইতে হয়
পাঞ্চাত আছে, মাজন আছে
হরিয়ার বেটা কালু সর্দার, সেও আছে
ঐ যে গো ঐ লোকটা ;
নম্বরেতে লিয়ে গিয়ে
হামদের ঐ কুলি মেয়েগুলানের
মধু খাওয়া পোকটা ।
আর ঐ যে গো হারানঠিকাদার ,
তার ঘরেতে যাওয়াটা তোর
ভীষণ দরকার ।
নয় পদে তোর ভোগ সাজায়
মন্দ নয়, আমিষ আহার
নবমীতে বলি;
শহর থেকে বাঈজী আসে
যেন ফুলের কলি।
বাবু আসেন , বাবুনি আসে
চুলগুলা সব বেটার মত কাটা
বাক্স ভর্তি বোতল আসে
ছুকরি আসে সঙ্গে কশা পাঠা ।
"ঝুম্মা তুই দেদে চুম্মা" গান বাইজছে মাইকে ।
বেটা বেটি সঙ্গে আইনেছিস লাজ লজ্জা নাইখে।
আরো আছে, সোমেন ডাক্তর
সারা বছর শহরে থাকে
পুজোয় আইসে ঘর।
তারও আয়োজন -- ভীষণ --- বিশাল
ভুরিভোজন, সাথে ফুর্তি হপ্তা ভর ।
কত লোক যে পেসাদ পায়
যত খায় তার অধিক লষ্ট যায় ।
হবেই তো মা, ডাক্তর বইলে কথা ,
নাইবা সে গেরামের ডাক্তর
গেরামের ফিরি ইস্কুলে তো পড়া ।
শহর থেইকে গাড়ির সারি
কাচা টাকার চমকদারি
গেরাম সেতো ভিখারিদের বাস
শুধু অন্ধকার চিলাকোঠায়
কামিনগুলা কাচা টাকায়
অকাল সব্বনাশ ।
সবই তুই আইসবি বলে মা ।

ইসব ঘরে যাতি হবে
পাত পেতে যে খাতি হবে
সঙ্গে আনা আশীষ গুলান
দুহাত ভরে বাটি দিয়ে
বইলতে হবে, খুশি মনে,
"ভালো থাক্ সুখে থাক্;
বছর শেষে আমায় ডাক্।"
তোকে যে মা টিকে থাইকতে
ফিরে আইসতে হবে ।
তাই সময় করে ওদের ঘরে
যে করেই হোক যাতি হবে
বইলতে লাইরবি ইবছরটি থাক।
এসব শেষে জানি মা তোর
হাতে সময় লাই।
সময় তোর থাইকবে কোথা
সবার সাথে পাল্লা দিয়ে
তিনদিনেরি প্রচার সেইরে
সময় যে আর লাই।
হ মা তোর সময় যে আর লাই
সত্যি কথা সময় লাই
তবে যাবার আগে বইলে দিলে
ক্ষেতি কি ছিল
আমি তো তোর সতিন বেটি
যতই করি কান্নাকাটি
নকল বেটি যতই বলিস
আসল হবেক লাই।

সুপ্রদীপ দত্তরায়

Comments