উৎসব


আজ শ্রমিক দিবস,
এস কমরেড, আজ পতাকা তুলি
পতাকা তুলি পথে, মোড়ে, ময়দানে
যত কল কারখানায় ।
এস কৃষক, এস শ্রমিক
এস মেহনতি দুনিয়ার
এস করনিক, এস বন্ধু
যত বন্ধ কারখানার
এস এক সাথ, হাতে রাখি হাত
সাজাই অফিস পাড়া
গানে স্লোগানে, বিপ্লবী ভাষণে
মানাই পরম্পরা ।
আনো পোস্টার , আনো প্লাকার্ড
আনো স্টকে আছে যত ফেস্টুন
আনো শহীদ বেদী, রাখা আছে ষদি
আনো ফুল, আনো বাঁশ, দড়ি আর সাদা চূন।

আজ উৎসব বর্ষপূর্তির, আনন্দ মুখরিত দিন
আজ মিছিল, গনসঙ্গীত, পথসভা পুরো দিন
অফিস বন্ধ, কি আনন্দ, ছোটার নেই যে তাড়া
গুলতানি দেবো টেবিল চাপরে, বাজার হয়নি সারা ।

বন্ধু, আঠারোশো ছিয়াশির মে, সেতো অনেক আগের কথা
ছোট্ট একটা ইস্যুতে, কেমন দেখুন লিখেছে রক্ত গাঁথা ।
ওরা কুঁড়ে ছিল, ভীষণ কুঁড়ে কাম কাজে বড় অনীহা
বাপু শিল্পটাতো নিজের, নাহয় পেলই মালিক মুনাফা
আমরাতো দ্যাখো বার ঘন্টা থাকি, কখনো চৌদ্দ ঘন্টা
কোথায় কখন করেছি প্রতিবাদ? কাঁদেনিতো কভু মনটা
চাইলেই আরো থাকতে পারি, যদি দাও প্রমোশন
যদি সাহেব এসে হেসে কয়, ভেরী গুড সাজেশন ।
অফিস আছে তাই আমি আছি, আমি আছি তাই সুখ
সুখ আছে তাই পরিবার সাথে, নইলে কপালে দুখ
শ্রমিক ঐক্য, শ্রমিক স্বার্থ ওসব কেতাবি কথা
স্লোগানের টানে কখনো দেখেছো, বেড়েছে বেতন ভাতা ।
শহীদ যারা হয়েছে তারা, হয়তো ছিলবা মূর্খ
ওসব নিয়ে থাকনা কথা, থাকনা তোলা তর্ক
নাহলে বন্ধু কাদের তরে তাদের এই বলিদান
কাদের মুখে হাসি ফোটাতে তাদের রক্ত স্নান
বিপ্লব ভাই অনেক হয়েছে, থাক না সেসব কথায়
বিপ্লব নাহয় ভাষণেই হোক কিংবা কবিতায় ।

সুপ্রদীপ দত্তরায়

Comments