যদি স্মরণ করে বরণ করো হরণ করো মন
থাকবো অনুক্ষণ
(যদি) আসর পেতে বাসর ঘরে সাজাও সিংহাসন
থাকবো অনুক্ষণ।।
(যদি) কথায় কথায় কথার পাহাড়, মনের বাহার
সাগর হারা, নদীর ধারা দুঃখ দেদার
যদি বাঁশির সুরে রাত দুপুরে জাগায় বেদন
অবুঝ এ মন, অবুঝ এ মন
থাকবো অনুক্ষণ।।
আমায় নিয়ে ভাসাও তরী মেঘ দরিয়ায়
কদম ডালে কুসুম কালে দিন বয়ে যায়
(যদি) বাড়াও এ হাত, ঘাত প্রতিঘাত মনের বাঁধন
(যদি) ফুলের ডালি, সাজাও মালী, নীলাভ বসন
অঝোর রাতে তোমার সাথে ভাসাই জীবন
অবুঝ এ মন, অবুঝ এ মন
থাকবো অনুক্ষণ।।
Comments
Post a Comment