মুখোশ পরা মানুষ তোমরা
ভাঁড়ের রাজ্যে সামন্তরাজ সব ;
মিথ্যে রটে রব, তোমরা রাজপুত্তুর -
রাজপুত্তুর না ছাই, শুধুই রক্ত চাই !
পক্ষে বিপক্ষে ঘুঁটি সাজিয়ে
শান্তির ছারখার
তোমরা প্রেমের অবতার !
নিজের আঁতে ঘা লাগতেই
বিষাক্ত কেউটে সব, নিমেষে আছড়ে পড়
সমাজের বুকে । তোমরা মানুষ ?
মানুষ নামের কলঙ্ক সব - "লাকিস"
"তির", "আ'ওয়ার", "দানব", "দাসিম", "জালনুবুর"
শয়তানের সুসন্তান !
ঘরের মধ্যে ঘর বাঁধা যায়
যদি মনে থাকে সুখ ,
তোমরা সুখের মুখে বিষ ঢালো
বিষাক্ত হোক বুক।
কারণ-- যত বিষ, তত শীষ, তত জ্বলবে আলো
তোমার হবে ভাল, তোমার গদি পোক্ত হবে !
এই কলির কুরুক্ষেত্রে আজ
কৌরব আর শুধু কৌরবের লড়াই -
কৃষ্ণ আসলে কালো পাথর, অছ্যুৎ এই দেশে !
তোমরা গিরগিটির দল, বহুরূপী !
ক্ষণে ক্ষণে রঙ পাল্টাও ।
মূর্খের মগজ খুলে অমোঘ সাজাও গুটি !
তোমরা আনন্দে লুটোপুটি !
আসলে তোমরা "দেবাস", "থানাটোস", "এরিস"
"ফেনরির", "জর্মুংগান্দ", "সেত" কিংবা "ওনি" !
তোমরা সম্রাট ইবলিসের প্রিয় সন্তান !
আসলে সময়টা কলি কাল তাই,
জয় হোক তোমার রাজা সামায়েল,
জয় হোক রাজা বেলিয়াল !
(লাকিস - মিথ্যা আশা, ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা
তির - মিথ্যা গুজব ও বিভ্রান্তি ছড়ায়
আ'ওয়ার - ব্যভিচার, অশ্লীলতা ও নৈতিক অধঃপতনে
জালনুবুর - প্রতারণা, ধোঁকা, ঘুষ, জানুয়ারি
সুবর-
দাসিম -
ফেনরির - তিমানবীয় নেকড়ে
জর্মুংগান্দ (নর্স পুরাণ) বিষাক্ত সাপ
থানাটোস - মৃত্যু, কলহ, বিশৃঙ্খলা
ওনি - দুষ্ট দৈত্য
সেত - (মিশরীয় পুরাণ) বিশৃঙ্খলা, ও মন্দের দেবতা
এরিস - কলহ, বিবাদ ও বিশৃঙ্খলার দেবী)
Comments
Post a Comment