মাথা জুড়ে টাক, তার 'পরে নীল আকাশ 
ছেঁড়া চাল, চালনির মত, রোদ আর বৃষ্টি -
ছাদ চুঁইয়ে টুপটাপ, ঘর ভেসে যায় ।
ভেজা ভিটে, কাদা ঘর, স্যাঁতসেঁতে মাটি -
হাসি মুখে সব আমি মেনে নিয়েছি,
কেন জানো ? সুখ যদি ছুঁয়ে যায় ভুলে কখনও 
বেওয়ারিশ দুঃখটা থাকবে কোথায় ?
দরজাটা খুলেছি তাই, নিশ্চিন্তে ঘুমাই
দুঃখটা থাক সাথে গাঢ় ভরসায় !

কটা পাশ দিয়েছি, গুণে কড়া শেষ,
চাকরিটা আজও তবু অধরাই আছে ।
কার হাত ধরে গেলে, কাকে ছোঁয়া যায় -
জ্যামিতিটা আজও শিখতে পারিনি,
জীবনের অঙ্কটা তাই গোলমালে।
সুখটা হিংসুটে, স্থির নয়, চপলতা করে
দুঃখটা তবু বেশ, ভার হলে বৃষ্টি ঝরায় !

কমলিকা মরীচিকা, বহুদিন আগে
ডাক্তার পাত্রটা, সন্ধান পেতেই - ।
আমি তখন ভবঘুরে কালি বেচে খাই -
পত্রিকা হাউসে, ছোটখাট ম্যাগাজিনে
লেখা দিই, ছাপা হয়, টাকা দেয় না ।
তবু বেশ ফুরফুরে, প্রেম-রস-গুলতান !
শুধু ঝকঝকে কপালটাই কালিতে কলতান !
কমলিকা আশাহীন, চান্সটা নিলে-
সেই থেকে জীবনটা সাইজ করেছি ,
দুঃখ যাই হোক, বেইমান নয়, সঙ্গ ভঙ্গে নেই !
হাসি, কাঁদি আর অকারণে গড়াগড়ি দিই -
বেশ আছি দুজনা, আমি অমৃত আর দুঃখ সুহৃদ !


Comments