জীবনটাতো যুদ্ধ নয়, যন্ত্রটাকে সচল রাখার কলা
জীবন মৃত্যু মেঘের ভেলা, আসা যাওয়ার খেলা !
ভয়টা কিসের ? মা আছে তো, হবেই মোলাকাত
ঠিক সময়ে দুয়ার থেকেই ধরবো মায়ের হাত ।
শরীরটা যা বিষের জালা, কাম কামনায় ভরা -
মাঝে মাঝেই পড়তে হচ্ছে, ভাঙ্গছে না যে ঘড়া !
কাঁদবো না আর, অনেক হলো, আসা থেকেই কাঁদা
এবার সময় এলো, তাই তো করি একটু গলা সাধা ।
কাঁদবে ওরা ? কেন ??? আমি কি আর নেই ?
থাকছি তো ! ছবি হয়ে, কবি হয়ে, এই আমিটাই সেই !
ফটোর আমি, আজাদ আমি, আনন্দ পরিবেশ -
একটা কাঁটাই পিছন টানে অভুক্ত এই দেশ !
Comments
Post a Comment