"চাঁদের গায়ে কফির দাগ" -
আঁতকে উঠলেন বুঝি ?
গতকালই জ্যোৎস্না আলোয়
স্পষ্ট দেখে এলাম !
একটা লোক চাপ দাঁড়ি তার কিসব কোট গায়ে -
সাগর পাড়ে সাফাই কাজের অনেকগুলো পোজে
ফটো তুলেছেন তিনি !
খানিক আগে ফতোয়া হয়, ঢেউ শিরোমণিদের ডেকে -
তিনি নন ফতোয়াটি হাতা-চামচের দেওয়া -
"একটা যদি আবর্জনা ভুলেও তীরে আসে -
খবর আছে, সাগরবাবু - ঝিনুক শুষে নেব -"
কথার কথা নয় যে তা, সাগরবাবুও জানে !
হাজার জোড়া ফ্লাশ বাতিতে আলোর রোশনাই -
বালুর দানা মুক্তো যেন, নিখুঁত তুলির টান -
উনি তখন পোজের পরে পোজ দিচ্ছেন বেঁকে -
একটা চিল, জানতো না সে
উড়ে যেতেই মাথার উপর দিয়ে,
ঝপাৎ করে ডান কাঁধেতেই -- ।
আহা, তখন তো আর খেয়াল ছিল না,
আওয়াজ উঠলো সোস্যাল মিডিয়াতেই ।
একটা আওয়াজ, কাঁপলো প্রাসাদ,
যত ছিলেন হাতা চামচ, আমলা গামলা, বাটি -
সাগর পাড়ে কামান নিয়ে কামাল করতে বসা ,
আজ দুপুরে ভাত বন্ধ, মুড়ি ডিমের কশা !
দিনের শেষে, অবশেষে, ক্লান্ত মনোরথে
সবাই মিলে জানান দিলে, "যুদ্ধ বিমান পেলে - "।
তিনি বললেন, থাক, হয়েছে, ব্লার করে দাও ওটা,
প্রেস মিডিয়ায় বলে দাও, ও কিছু নয় ষড়যন্ত্র -
বিরোধীদের ছুঁড়ে দেওয়া গরম কফির ফোঁটা !
Comments
Post a Comment