মাগো দে মা চরণ ছুঁতে
তোর রাঙ্গা চরণ, করে ধারণ
জনম জনমে বাঁধন ঘুচে ।।
জবা, পদ্ম, শিউলি, চাঁপা
তোর চরণে পায় মা শোভা
ভক্তি চন্দন পায় কোথা মা
(তারা) ভক্তি চন্দন পায় মা কোথা
যুগল চরণ দিলি ধরা ?
জনম জনম কেঁদেই চলি (মাগো)
পাষাণী তোর মন না গলে ।।
ষড়ভুতে শিকল বাঁধে
বৃথাই ঘুরি পাকের ফাঁকে
জপ তপের কঠিন জালে
(মা) জপ তপের কঠিন জালে
সাধন ভজন অধরা থাকে
তুই যদি মা করিস কৃপা (মাগো)
যমের সাধ্য আমায় রুখে।।
Comments
Post a Comment