আমার বালিশ জুড়ে একটা গোপন শহর
সকাল সন্ধ্যা আলোর রৌশনাই,
বিশাল সব পাহাড় সমান বাড়ি -
খোপে খোপে দেরাজ ভরা স্বপ্ন
হাতের টানে স্বপ্ন ভাঙ্গে যত -
পলক পরেই আবার নতুন জন্ম !
এমনি করেই উপচে পড়ে দেরাজ -
প্রতিদিনের ভাঙ্গা গড়ার খেলায় !
এখানে রাস্তা বলতে তুলার আঁশ
জমাট বাঁধা জটিল জ্যামিতি।
ঘুমের মধ্যে পথ হারিয়ে ফেলি !
একটা গলি শেষে হতেই তিনটে গলি পথ
প্রতি মোড়ে বিশাল সাইনবোর্ড
"আপনি নাকি স্বপ্ন বেচতে চান ?"
অবাক আমি মনের খবর খোলসা করলে কে ?
স্বপ্ন যদি বন্ধ্যা হয়, অঙ্কুরেতে বিনাশ হয়
কী লাভ তাঁকে আঁচল ঘিরে রাখা ?
আমি তাই রাতের পর রাত জেগে যাই ;
ক্লান্ত পায়ে, রুক্ষ কেশে, স্বপ্ন ফেরি দিই !
আহা, একটা যদি স্বপ্ন আমার সত্যি হয়ে যায় !
Comments
Post a Comment