আজ সকালে বৃষ্টি হল শুরু !
বৃষ্টি তো নয় হাজার ফোয়ারা -
মাটি ফুঁড়ে আকাশ ভিজিয়ে দিলে !
একটা বিড়াল চা-পেয়ালায়
বৃষ্টি থেকে আড়াল খুঁজে বেড়ায় !
কাপে ছিল গরম চা -
ফোঁটায় ফোঁটায় সর্ষেফুল
একটা লোক হাতে চুরুট - মেঘলা কালো
মোমের আলোয় পথ দেখায় সূর্যটাকে !
অবাক হচ্ছ ? মিথ্যে নয় সত্যি বটে !
মেঘের গায়ে অন্ধ গলি
প্রতি মোড়ে ফুলের কলি
হাঁটতে গেলে হোঁচট লাগে পায় !
সূর্যটা যে হারিয়ে গেছে বাঈজী পাড়ায়
তুমি জানো না ? সবাই জানে -
বৃষ্টি আসায় সকল হুলুস্থূল ।
বিরক্ত খুব ? ভাবছো, হলটা কী?
আবোল তাবোল বকছি যে !
ধুর পাগল, আমি কে ?
হাল হকিকত বলছি হে !
Comments
Post a Comment