মা তোর মায়ার ছলে চতুর কলে যত গন্ডগোল ।
হেলা খেলায় যায় যে বেলা বৃথা হুলুস্থুল।।
ইড়া আদি তিনটি নারী সারা বেলা মুখটি ভারি
জপে তপে যা বা খোলে, দস্যু ছয়ে ছাড়ে না
না দস্যু ছয়ে ছাড়ে না -
তুই যদি না মায়ের সতীন নিস না কেন কোলে তুলে ।
মা তোর মায়ার ছলে চতুর কলে যত গন্ডগোল-এ ।।
রামকৃষ্ণ, কৃষ্ণানন্দ, বামাক্ষ্যাপা কমলাকান্ত
ওরা কি তোর নিজের বেটা, দিলি যে তারে চরণ প্রান্ত ।
যে তোরে মা ডাকতে নারে, কুণ্ডলিনী ঘুম ঘোরে
তারে কে মা দিবে গো কোল আমি যে মা তাদের দলে
তুই যদি না মায়ের সতীন নিস না কেন কোলে তুলে ।।
Comments
Post a Comment