কবর থেকে দুঃখগুলো তুলে আনবো ভাবছি ।
একটা একটা দুঃখের গায়ে একটা একটা গল্প,
মোড়ক খুলতেই জল ছলছল চোখ -
যতই আমি আড়াল করি, ফিরিয়ে নেই দৃষ্টি,
           কালের অনাসৃষ্টি -
চোখাচোখি হতেই চোখে ভীষণ অভিমান,
গল্প জুড়ে পরতে পরতে শুধুই অপমান -
আমি তারে যত্ন করে লালন করে রাখি
সময় এলে সসম্মানে ফিরিয়ে দিতে হবে !

আমার দুঃখগুলো সোনার অলংকার !
সময় তারে গায়ের জোরে কবর দিলে -
আমি  তারে কবর খুঁড়ে যত্নে তুলে আনি ।
গাঁইতি-ঘায়ে, গায়ে কনকনে ব্যাথা -
কঁকিয়ে উঠা দুঃখগুলোর সাথে 
কেঁচোর মত কুঁকড়ে যাওয়া স্বপ্নেরা সব মাতে -
আমার সুখপাখিটা আঁতুড় ঘরেই মরে ।
ভেঙ্গে যাওয়া কাঁচের কুঁচি, ছাল ছাড়ানো স্বপ্ন -    
রক্ত ঝরে সাহস কোথায়, শুধুই ছটফটানি,
   আমি জানি , দীর্ঘ অলস প্রতীক্ষার শেষে
একদিন -, একদিন  সূর্যটা উঠবেই হেসে !
আর সেইদিন, খাতা খুলে হিসাব বুঝে নেব ।
কথা দিলাম মিলিয়ে নিও তুমি !

Comments