তোমাকে দেখলেই আগুন জ্বলে বুকে।
আতস বাজির মতো দুঃখগুলো
সশব্দে ফেটে ওঠে হৃদপিন্ড মাঝে
দীপাবলির রাত !
আমার সমস্ত শরীর জুড়ে তীব্র যন্ত্রণা -
কেউটের বিষ, ক্রমাগত কন্ঠনালী চাপে,
আমি ছটফট করি জবাই করা কুক্কুটের মত -
আর অস্ফুট অভিশাপে নিরন্তর শাপান্ত করি
স্রষ্টার নষ্টামি কে !
আমাকে নিছক বালক ভেবো না, ভুল হবে।
আমার শরীর হতে পারে মেদ প্রতুল ভান্ড
যেটুকু মেধা - মেদ মন্থনে বোধহীন অসার !
তবু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দৃশ্য
নিরন্তর ফুটন্ত তেলের মত, চামড়ায় বুদবুদ আঁকে
অক্লান্ত পরিশ্রমে !
আমি অব্যক্ত যন্ত্রণায় ক্ষত বিক্ষত হই,
আর অস্ফুট অভিশাপে নিরন্তর শাপান্ত করি
স্রষ্টার নষ্টামি কে !
আমাকে নিছক বালক ভেবো না, ভুল হবে।
শিক্ষা যেখানে পক্ষপাতদুষ্ট, অসম্পূর্ণ ইতিহাস
বিবেক পানসিতে শতছিন্ন পাল -
আপোষহীন প্রতিবাদ, স্বপ্নেও বাতুলতা মাত্র -
আমাকে অনুর্বর এই বন্ধ্যা মাটিতে
পল রুবসন ভাবার কোন কারণ নেই!
বিকৃত বুদ্ধি আর বিক্রিত মেধায়
যাপন চলে, জীবন কাটে না ।
তবু তোমাকে দেখলেই আমার ভিসুভিয়াস
ঘুম ভেঙ্গে জাগে ! আর আমি ?
অস্ফুট অভিশাপে নিরন্তর শাপান্ত করি
স্রষ্টার নষ্টামি কে !
আমাকে নিছক বালক ভেবো না, ভুল হবে।
Comments
Post a Comment