কি আছে আমার, দেব তোমায়
ফুল, ফল, বৃক্ষ, ধনরাশি -
যা আছে সব, সব ক্ষণিকের 
        পঞ্চ ভুতে গড়া -
কালের কুলেতে এসে নিমেষে মিলায় ।
দু হাত ভরে আশীষ করিনু
রাজ রাজেশ্বরী হ‌ও -
     সুরে, স্বরে, স্বমহিমায়;
এই হোক আজিকে প্রভাত প্রার্থনা ।

Comments