আজকের হেড লাইনের পাশেই দেখলাম
কিছু নেড়ি কুকুরের আস্ফালন !
ওরা নিজেরা ঘেউ ঘেউ করে -
আর চিৎকার করে পাড়া জড়ো করাই কাজ !
এরা প্রতিনিয়ত অনিশ্চয়তায় ভোগে
মুহূর্তে মুহূর্তে আতঙ্ক, গেল গেল রব -
ছিল কী, যাবে যে ? কিসের বড়াই করে ?
বছর দু'শোর ইতিহাস ?
মানুষ তো আর ঘাস খায় না বন্ধু !
সবাই সব জানে -
শুধু এড়িয়ে চলে বলে ! ভয়ে নয় বিরক্তি -
যদি হাতে তুলে নেয় লাঠি,
সব কলকাঠির অন্ত হয়ে যাবে ;
কে জানে হয়ত আরও একবার
নতুন কোন ইতিহাস ?
হ্যাঁ, লেখা হয়ে যেতেই পারে কিন্ত !
ফেইসবুকে ৪ সেপ্টেম্বর ২০২৫
Comments
Post a Comment