অলস বেলায় অলিন্দে বসেছিলাম একা
ফাঁকা দুপুরে কয়েকটি চড়াই, অযথাই
কিচিড় মিচিড় শব্দে দুপুরের ঘুম ভাঙ্গছিল বারবার।
দূরে ঝিলে মাছ ধরার অছিলায়
দু'টো বক গাঁয়ে গা ঘেঁষে দাঁড়ানো ।
মাঝে মাঝেই ঠোঁটে ঠোঁট ঘষে
শব্দহীন বার্তালাপে ব্যস্ত।
আমার 'আমি' তখন আমাতে নেই
রোমন্থনে - স্বপ্নে ডুবেছি ,
ঠিক তখনই বিনা নোটিশে বৃষ্টি নেমে আসে !
কটিবাঁকা মেয়েটির কলস ভরা জল -
যারা এতক্ষণ দুষ্টুপনায় মেতে
ছলকে উঠে গড়িয়ে গেছে আড়াল করা স্থানে,
তারাও সবাই থমকে গেছে যেন
বৃষ্টি এসে নৃত্য করে সর্বাঙ্গ জুড়ে ।
মেয়েটি তখন বেপরোয়া, লাগাম ছাড়া
ঠোঁটের কোণে সলাজ মাখা হাসি
গালের গায়ে উপচে পড়া সিঁদুর রাঙ্গা রঙ,
বৃষ্টি নিয়ে সৃষ্টিছাড়া খেলায় মেতেছে !
আমি তখন আপনভোলা - না ভুল বললাম
সব ভুলে তার কোলাজ গড়ছি শুধু !
সূর্যতপা, তুমিও তো সর্বনাশা --
মেয়েটির মত বারমোডা ট্রাইঙ্গেল !
কাছে গেলে ডুবে যেতে হয় !
যতবার তোমায় নিয়ে কোলাজ এঁকেছি
ঢেউ-এর স্রোতে হারিয়েছি গহীন অতলে
কেউ জানে না আমি জানি,
আর জানে এই বিক্ষত মন !
Comments
Post a Comment