সূর্যতপা ৪

সূর্যতপা, কাল মধ্যরাতে হঠাৎ করেই 
      বিপুল ধারায় বৃষ্টি হয়েছিল ।
আকাশ ভাঙ্গলে যেমনটি হয়, এই যেমন
ঘনঘন বিদ্যুতের গ্রামারহীন চমক,
আর কানে তাক লাগানো বিকট বজ্রপাত -
                              ঠিক তেমনটাই -
ঘরে তখন বিদ্যুতহীন জমাট অন্ধকার ।
কথায় আছে, গর্জে যত বর্ষে তত না 
বিশ্বাস কর, কাল কিন্ত সত্যি সত্যিই 
ঝড় নয়, অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল !

ঘড়ির কাঁটায় ক'টা হব, একটা ? 
    কিংবা একটু বেশী হয়তো,
ঘর ভর্তি লোকের মাঝে আমি তখন একা,  
চোখের কোণে চুইয়ে চুইয়ে বহমান ধারা
বাগেশ্রী নয়, নয় ভীমপলাশী বা কাফি -
বাঁশি কার কাঁদছিল দরবারি কানাড়ায়,
তোমার দিব্যি, হলফ করে বলতে পারি
জ্ঞান হওয়া অবধি কাঁদিনি কোনদিনই 
অথবা ভাঙ্গতে দেখিনি নিজেকে হতচ্ছাড়ার মত,
কাল প্রথম তোমার ফোন পেতেই 
মেঘ ফেটে - বুক ফেটে বৃষ্টি হয়েছিল !


Comments