আমি সৃষ্টির অনাসৃষ্টি
অন্তহীন তরঙ্গের তীরে স্থির এক ছায়া ।
সম্মুখে জ্ঞান সমুদ্র - কুবেরের ধন-
ঢেউ যেন কাব্যাকারে লিখা
মনি আর মাণিক্যের সারি
সূর্য কিরণে সেই পয়োধি বারি
সম্মোহন মন্ত্রে যেন শরীর শিহরায় !
আমি শুধু ভাসতে চাই
গাছের মত, মাছের মত -
শেষ মুহূর্ত অবধি !

এই জীবন বৃথা গেল -
যাক চলে ক্ষতি নেই ।
যে ধূলো মেখেছি গায়
পরপারে তাই আমার সঞ্চিত তন্ডুল
একদিন সেইদিন আসবেই !
সেদিন আমারো প্রতিটি লোমকূপ সূর্য কিরণে
ঝলমল করবেই !


Comments