বহুকাল পর আবার সেই তুমি !
কতটা মেঘ, রোদ আর বৃষ্টির বুকে
আলপনা কেটে, স্বপ্নের সিঁড়ি ভেঙে
আমরা আবারও মুখোমুখি,
সমুদ্র সৈকতে - কী অদ্ভুত না ? সূর্যতপা !
আমাদের পথ চলার ছন্দ ছিল ভিন্ন,
কাঁকনে কাঁকনের শব্দ নিঃশব্দ দুপুরে -
থমকে থমকে চমকে উঠে গলিয়ে যেত
অলিন্দের ফাঁকে ।
আমি কাকভোর থেকে রঙ আর তুলি হাতে
স্বপ্ন আঁকতাম মূর্খের মত নিতান্তই অজ্ঞানে।
সূর্যতপা, আমিতো বৃষ্টি চাইনি কখনো,
তবে কেন সময়ে অসময়ে ঝড় হয়ে
ঝরে পড় বুকের পাঁজরে ?
আমার বুকের হাড় ফুটন্ত লাভা যেন
মূহুর্তে মূহূর্তে ভেঙ্গে গিয়ে
রক্তাক্ত করে হৃদপিন্ডের নরম অংশ !
সূর্যতপা, তুমি কি বলবে এবার -
এ তোমার গত জন্মের প্রতিশোধ নেওয়া !
Comments
Post a Comment