সূর্যতপা ২

কাল ভদকার গ্লাসে চুমুক দিতেই 
টিভির পর্দায় ভেসে উঠলে তুমি !
চারদিকে অসংখ্য আলোর ঝলকানি -
আর তুমি, রাজনন্দিনী, ক্যাটওয়াকে ব্যস্ত ।

তোমার পরনে মিহি লাল চেলী 
ওটাকে শাড়ি বললে শাড়ি লজ্জা পায় -
একটার পর একটা আলো জ্বলছে -
আর তুমি আগুনের শিখা, দাবানলের মত
চোখে, মুখে, বুকে আগুন ছড়িয়ে দিচ্ছ
           অগনিত ভক্তজনের মধ্যে ।
আমি টিভিটা বন্ধ করে পাক্কা পঁয়ত্রিশ মিনিট 
ভদকা খেয়ে জপ করেছি কাল !
শুধু তোমার জন্যে, সূর্যতপা ।

Comments