বিদূষক

তিনি এলেন রাজমুকুটটি সিংহাসনে রেখে
দ্বারে দ্বারে ভিক্ষা নিতে পদব্রজে ফিরে ।
দুপাশে জনসুমুদ্র মাঝে মুক্ত মহামিছিল
স্বয়ং রাজা রাজভিখারী তাই সেজেছে ঝিল
হেসে হেসে জনে জনে ভিক্ষা মাগিছেন 
যার যত সঞ্চয় ছিল উজার করে দিলে
 রাজ অনুগ্রহের তরে । রাজন, এবার প্রসন্ন হোন !
প্রসন্ন হলে রাজন, গৃহস্থের কল্যাণ 
আপ্তবাক্য করে মূলধন আজ মহা অভিযান
ভিক্ষা পাত্র পূর্ণ হয়ে উদ্বৃত্তে পাহাড় ।

সাপুড়ের দল যারা রাজছত্রছায়ায় 
সর্প অঙ্গে, খেলা দেখিয়ে মাঠ মাতিয়ে থাকে 
আর প্রয়োজনে লেলিয়ে দিয়ে সাপ
শত্রু নিধন করে, পলকের ফাঁকে
তারা আজ নব কলরবে রাজ সহচর -
এযাত্রা প্রকারান্তে মস্তক মুন্ডনের। 

রাজন, বিদূষক সর্বকালে কৃপাধন্য প্রাণী !
সমাজ যাদের বিদূষক জানে, নিজেরা জানে না তারা
স্বয়ং রাজন, সর্বশ্রেষ্ঠ বিদূষক উপাধিধারী !

Comments