সাধ


আমার মৃত্যুর আগে, একটা বাতি জ্বেলে দিও,
অন্ধকারে পথ হারাতে পারি —
শুনেছি, কিছুটা গেলেই পথ
আলো ঝরে জ্যোৎস্না ধারায়
আমাকে নাইতে দিও ওই রশ্মিতে। 

কিছুটা পথ থেকো পাশে,
যতক্ষণ জ্বলবে চিতা —
তারপর ভুলে যেও সব -
রাগ, দুঃখ, অপরাধ, অপমান।

সাজিও না ফুলে-চন্দনে,
সে তো শরীর — নিথর, নিষ্পলক -
প্রতিদিন ফেলে আসি কেউ  না কেউ 
         আলসে সন্ধের ছায়ায়।
যদি পারো, গান গেয়ো,
সুরে, ছন্দে, তালে - শুধু ব্রাহ্মসঙ্গীত,
গানে গানে ধুয়ে যাক, শেষ অবসাদ।

আমাকে নিয়ে লেখা নয়, মিথ্যা গুলতানি ।
যদি পারো সভা করো, 
             শোক নয়, নয় স্মৃতি তর্পণ —
বরং যে কাজ অপূর্ণ আমার,
ভাগ করে নিও নিজেদের মাঝে -
যদি বলি, শেষ অনুরোধ, তবে তাই-
    এই আমার অন্তিম অভিলাষ !



Comments