পাতারা জন্ম নেয় বারবার,
ছোট থেকে ক্রমশ দীর্ঘ, দীর্ঘতর -
স্বপ্ন দেখে সন্তানেরা সুউচ্চ শিখরে
আকাশের ঠিক কাছাকাছি --
তারপর বাতাসের শেষ বাঁশিতে
হলদে বুড়ো, শুষে নিয়ে জীবন শক্তি --
ঝরে পড়ে, শুধু দাগ থেকে যায় ।
হয়ত একদিন আমি কিংবা তুমি
হয়ত দুজনের কেউ একজন
একদিন ঝরে যাব কালের কুলে -
সময়ের ভুলে, কিংবা মিথ্যা অছিলায় ।
অসংখ্য ঘাত, প্রতিঘাত কিংবা
ক্লীবের মত কুঁকড়ে যাওয়া জীবন,
হয়ত মুক্তি পাবে হয়ত নয়,
নতুন শৃংখলে আবারও বন্দি জীবন ।
যাইহোক, চিহ্ন তো থাকবেই,
গভীর কিংবা গভীরতরে !
Comments
Post a Comment