এবার আবার নীল আইল্যান্ড সফরে -
সেবার তুমি আর আমি ছিলাম
ছিল অনন্ত অবসর ।
এবার সীমাহীন সমুদ্র -
সৈকতে অসংখ্য কপোত কপোতী -
সেবার তুমি আর আমি ছিলাম
প্রথম আউটিংএ ।
সমুদ্র এখনও চঞ্চল, সেই তোমার মতই ।
নীল আয়না-স্বচ্ছ জলে যৌবনের উচ্ছাস !
বারবার কাছে এসে ফিরে যায় প্রচন্ড অভিমানে !
আমি তাই খুঁজে ফিরি তোমায় তরঙ্গ শিখরে ।
জীবনে কিছু মূহুর্ত ব্যাখ্যাতীত
সময়ে সময়কে ধরার মূন্সিয়ানা চাই যে !
আমার জীবনটা, পাতায় পাতায় ভুল-
যদি ভাঙ্গে কুল, ভাঙ্গুক, নয় আরও একবার।
সূর্যতপা, আমরা কি শেষবারের মত
পানসি ভেলায় ভাসতে পারি না ?
Comments
Post a Comment