আসবে

নিঃসঙ্গ দুপুরে যখন স্বপ্নেরা ফ্যাকাশে 
খোলাচুল উষ্কখুষ্ক, ঘুম ভাঙ্গা চোখ 
আঁচলের শেষ প্রান্ত অবিন্যস্ত
খসে গেছে বুক থেকে, নিম্ন গতি মন -
ঝড় আসুক, দুয়ার জুড়ে আছড়ে পড়ুক
কালবৈশাখীর কান্না । আমার ভাবনা
একটা একটা তুলে রাখি কবিতার পাতায় 
জানি, একদিন সে আসবেই !


দৃঢ়বন্ধন ৬ই জুলাই ২০২৫ সংখ্যায় প্রকাশিত 

Comments