তোমার জন্য রাজা

তোমার জন্য রাজা

এবার ? এবার তোমার মুখে কালি !
                     ওটা ঘষলো কারা ?
      তোমার ভাই - বন্ধু , ওরা ?
নাকের ডগায় নৃত্য দিল সাত সাতটা ভুত 
        তুমি ঘুমাও - তুমি ঘুমাও রাজপুত !
নারী নিয়ে নরকলীলা দূর্গা মন্দিরে, - ছিঃ !
        সেতো তোমার আমার ঝি
তোমার বুকে বাজে না ? কিসের বাহানা ?
নাকি যার রঙ কালো তার সব ভালো,
         সে আঙূর বেদানা !
কোথায় মৌন মিছিল ? রাত জেগে রাত দখলের খেলা !

রাজা, কোথায় ?  কিছু বল ! এবার মুখ খোল !
ধর্ম কারো বর্ম হবে,     হতে পারে কি ?
অপরাধীর শাস্তি হবে -
সে স্বধর্মী বা বিধর্মী হোক, তোমার তাতে কি ?
বেশ পেয়েছো, জড়িয়ে চাদর ভাঙ্গবে পাঁজর, 
                        খেলবে রঙের খেলা !
আবার বড়াই করে বলবে সবে
        আহা, কী স্বাদ, কী স্বাদ পিঁজা 
চলতে পারে না, রাজা -  চলতে পারে না !

খানিক বাদেই সকাল হবে 
চন্দ্রমা তার রূপ হারাবে, নিভবে আলোর ছটা,  
                  আর মাত্র দিন ক'টা 
আলোহীন ওই ঝারবাতিটা যেমন অর্থহীন
তুমিও তেমনি সব হারিয়ে আমার মত দীন,
তুমিও সেদিন আমার মত লাইটপোষ্টের নীচে
তোমার পেন্টালুনটা ভিজে -
তুমি তখন ধূলির 'পরে, খুইয়ে খাজনা ।
আহা, রাজা সেদিন দূরে না !

রাজা, সময় জেনো "দাঁড়ায় না, বড্ড বেয়াদপ"
সময় থাকতে শক্ত হও
রাজদন্ড হাতে যখন,  সোজা হয়ে দাঁড়াও ।

সুপ্রদীপ দত্তরায়

Comments