উরুসন্ধিতে পেরেক, উপর্যুপরি গণধর্ষণ-
আগুন দিয়ে জ্বালিয়ে দিল জীবন্ত দেহ -
এ কোন পৃথিবী ? পায়ে পায়ে অগুন্তি খোঁয়াড়ের খুঁটি !
মাটি কোথায় ? সবুজ, শান্ত, সুশীতল মাটি ?
সভ্যতা ! মাই ফুট, এখন তুমি কফিন বন্দি মমি !
ওহে সাধু, দরবেশবাবু -
শব্দ নিয়ে পদ্য করার অলসবেলা শেষ ।
গর্ব করার মুহুর্ত সব মরুদ্যানে মরীচিকা -
চোখের কোণে শ্যাওলা ধরা সবুজ,
ইচ্ছে হলেই যত্রতত্র নারী মাংসের ভোজ -
একটি নারীও নয় নিরাপদ আজ ।
তোমার নয় মা, তোমার নয়, এ আমার লজ্জা -
আমার বিধ্বস্ত বুকের ক্রমাগত রক্তক্ষরণ গাঁথা !
দল বেঁধে মোম মিছিলের - দিন শেষ কবেই
রাত জেগে রাত দখলের লড়াই ? আর হবে না ।
রাজনীতির দলদল পাঁকে, সময়ের দুর্বিপাকে
ডালকুত্তার দল, গন্ধ শুঁকে ছোটে ।
তুমি দেখেছো কি ?
প্রতিবাদের তাগিদটাই তলিয়ে গেছে অবক্ষয়ের বুকে ।
থেঁতলে যাওয়া বিবেক জুড়ে
শুধুমাত্র পুঁজ, রক্ত আর দুর্গন্ধের সমাহার -
প্রতিকার ?
আহা ! যারা গল্প শুনে ভাসে, মূর্খের স্বর্গবাসে
তোমার জন্ম ওদেরই ঘরে, জাহান্নামের দেশে
ওখানে মানুষ নামের জন্তুরা সব থাকে ।
শূকরের সন্তান সব, স্বভাবে হিংস্র - হায়না -
ওদের একটাই জাত, ইতর প্রজাতি,
মানুষ নামের কলঙ্ক -
ছিঃ, নিজেকে পুরুষ ভাবতে লজ্জা হয় আমার !
না, আর ভরসা নয়, চোখের কোণে বর্ষা নয়,
বর্শা তুলে নাও হাতে,
দূর্গা, কালি, কিংবা ছিন্নমস্তার মত -
ঝাঁপিয়ে পড়ে ওদের বুকে কলিজা খুলে নাও,
জোসাংকিম আর ঘুম নয় -
এবার ওদের শাস্তি পাওয়ার পালা !
Comments
Post a Comment