ঘর বন্দী


শুধু এই একটা দিন আমি ঘর বন্দী থাকি !
না, বই টিভি নিউজ পেপার - আমাকে টানে না,
ফেসবুক, ওয়াটসআপ, ম্যাসেঞ্জারে শুভেচ্ছা - 
কেন যেন ভীষণ আলুনি লাগে !
আমি তাই সমস্ত কলেবর থেকে মুক্তি নিয়ে ওই একটা দিন -
শুধু একটা দিন নিজেকে ছুঁয়ে দেখতে চাই !
আমাকে কেউ অসুস্থ ভাবুক, ক্ষতি নেই ।
               আমি ঘর বন্দী থাকি ।

গাছ থেকে ফুল নিলে, গাছ কাঁদে, নীরবে
নিয়তি জেনেও মুচড়ে ওঠে বুক -
ঘর ছেড়ে মেয়ে যখন বাপের বাড়ি যায়, তখন ?
একি বিসর্জন, নাকি নিজ মনে প্রতিস্থাপন ?
           এই উন্মাদনা সর্বক্ষেত্রে বড় বেমানান !
মাঝে মাঝে মনে হয়, এতো দেবীর গমন নয়
আসুরিক শক্তির পুণরুত্থান মাত্র !
আমি তাই এই একটা দিন, ঘর বন্দী থাকি ।

Comments