এই পূজা স্মৃতি হয়ে থাক

এই পূজা স্মৃতি হয়ে থাক তোমার আর আমার জন্যে ।
এই কাশবন, এই নিরালা নদী আর বিস্তীর্ণ বালুকাবেলা 
মনে মনে সমুদ্রে উত্তাল ঢেউ- অন্তিমে অমৃতকুম্ভের সন্ধান-
সবটুকু স্মৃতি হয়ে থাক শুধু তোমার আর আমার জন্যে ।
এই পূজা স্মৃতি হয়ে থাক !

স্মৃতির হয়ে থাক তোমার আমার উষ্ণতা, 
কাশবনে দোলা, পাখির কিচির মিচির- 
নীল আকাশ,  ছেঁড়া ছেঁড়া শুভ্র মেঘ -
তোমার প্রতিটি ভাজে কবিতার ক্লাস,  আমার অধ্যয়ন -
কঠিন কঠিন শব্দে বারবার হোঁচট খেয়েও, আবারও আস্বাদন -
আর, এদেশ আমার নয় জেনেও,
 জোড়া শঙ্খে ঠোঁট ছুঁয়ে বিপ্লবের সূচনা -
সবটুকু স্মৃতি হয়ে থাক আমৃত্যু
শুধু তোমার আর আমার জন্যে !
তুমি তাকে যাই বল, "ভালবাসা" কিংবা "সমুদ্র মন্থন"-
 আমি বলি তাই যেন দীর্ঘজীবী হয় !
এই পূজা আজীবন স্মৃতি হয়ে থাক  !


Comments