আজ আর অন্য কথা নয়

তোমার আর আমার কথোপকথন নিয়ে
      অনেক শব্দ কুচিকুচি করে কেটেছি, 
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বহু শব্দের হয়েছে ভ্রুণ হত্যা -
আমি ক্লান্ত, শ্রান্ত, আজ আর অন্য কথা নয়
আজ শুধু, শুধুই কবিতার কথা হোক !

প্রতিমা নিরঞ্জনে এসে হঠাৎই তোমাকে দেখলাম ।
ঢাকের তালে যেন কাশবনে ঢেউ -
তুমি ছিলে ছিল আরও অন্য কেউ। 
তুমি নাচছিলে যেন অনেক তারার ভীড়ে উজ্জ্বল চাঁদ -
কি যেন একটা গান - "প্রেমেতে পেতেছি ফাঁদ"     
                                    বাজছিল ডিজেতে -
আবারও প্রতিমা দেখতে চেয়ে ব্যর্থ হলাম ।
থাক তোমার কথা, কথারা ইন্দ্রজালের মত, 
অযথা জুড়ে জুড়ে পথভ্রান্ত করে 
আজ আর অন্য কথা নয়, কবিতায় কবিতার কথা হোক !

কবিতা বলতে মনে পড়ে গেল 
বহু কবিতা তোমার কাছে আজো চিঠি আকারে গচ্ছিত রাখা ।
মনে পড়ে কিছু ? নাকি আবর্জনার স্তূপে বেহাত হয়েছে সব ?
সম্পর্কের কফিনে শেষ পেড়েক ঠুকেছিলে আজ চার দশক হবে,
সেদিনও ছিল বিজয়া দশমী সন্ধ্যা,
পূজা এলে প্রতিবারই রক্তক্ষরণ ঘটে ।
নাঃ, তোমাকে নিয়ে বহু রাত বিনিদ্র কাটিয়েছি 
আজ আর তুমি নও কবিতায় কবিতার কথা হোক। 

Comments