গান

যাইওনা যাইওনা উমা হরনাথের ঘরে
নদী দুধ স্বরে রাখমু সিংহাসন পরে ।

বাঘ ছাল পিন্ধে হরে, শ্মশানেতে ঘুরে
ছাই ভষ্ম মাখি অঙ্গে নেশা ভাঙ করে
মাগো সোনার অঙ্গ কালি হইব অঙ্গারের গুণে ।।

দুগ্ধশিশু চারিজনা, গুণের অধিকারী
কেমনে মা ছাড়ি তারে ভিখিরীর বাড়ি
কিসের অভাব বাপের তোমার জঙ্গলে যও কেরে ।।

Comments