গান

মন কান্দে প্রাণ কান্দে লাজে মরি হায়
আমার কানু চতুরায় 
বৃন্দাবন যাবার ছলে কুঞ্জে কুঞ্জে যায় ।/ আর না ভুলিমু তার পিরিতি কথায় ।।

না যাইমু যমুনা ঘাটে তমালের তলে
কালো বরণ না হেরিমু জনমেরই তরে ।

না শুনিমু কৃষ্ণ নাম কানাইয়ার বাঁশি
না সাজিমু পুষ্পসাজে শ্যামকুঞ্জে আসি ।


যদিবা আসে কানহা চরণযুগল ধরে
না দিমু ধরা যে আর প্রেম বাহুডোরে ।।

Comments