মার মামা হউর

ইচ্ছা করে দাদুর লগে শহর চইষ্যা ঘুরি
টটোয় চইড়্যা ঝুলনযাত্রা প্রসাদ ভাজামুড়ি 
ইন গাতা, হন গাতা, গাতায় গাতেশ্বরী
দাদুয় কইলা ওউতো হইলায় আমার পাটেশ্বরী। 
বছর বছর রাস্তা ভাঙ্গব, বান্ধো হইব গাত
তেও না তুমরা কাম পাইতায়, পেট পরতো ভাত ।
জেতা করি ভালার লাইগ্যাই, ভালার ভালা দ্যাশ
ভালা যদি না কইছো ওনউ হিসাব শেষ ।
বল জয় জয় মার মামা হউর কি জয় !

জয় কও তে বা !

Comments