উদযাপন

আজ ভোরের আলো ফুটলো কিনা ফুটলো
দলে দলে বেরিয়ে পড়েছে লোক
পথের পাশে নীরব বেদীগুলো
আজ হঠাৎই যেন ফিরে পেয়েছে প্রাণ;
আজ উনিশে মে যে,
কৃষ্ণচূঁড়ার গুচ্ছ তলে তাজা রক্তের দাগ
বুকের ভেতর লক্ষ দিনের ক্ষত -
পথে পথে আলপনাতে ঢাকা, 
আজ স্মরণ নাকি শপথ নেবার দিন?
থাক না তোলা বাকবিতন্ডা সব - 
আজ উনিশে মে
 উপত্যকায় নতুন জোয়ার আসুক !

বেদী মূলে ফুলের স্তুপাকৃতি 
মুষড়ে যাওয়া ফুলগুলো সব আগ্রাসনের বলি
কন্ঠ ? সেতো গর্জে ওঠে না আর
যত আওয়াজ সবই নাসিকা জুড়ে ।
এ কোন কিশোরী ? অঞ্জলি তার কাঁপছে থরথর,
বুকের ভেতর উথাল পাতাল ঢেউ -
দু'ফোটা মুক্তা কি তার ঝরলো অলক্ষ্যেতে ,
হয়তো বা, হয়তো নয়,
হয়তো বা সবার অজান্তেতেই, কে বলতে পারে -
ওই কিশোরী বুকে নতুন কোনো কমলা জন্ম লয়
হয়তো বা ! সব স্বপ্ন অধরা হয়না কখনো ।
আজ উনিশে মে, শহর জুড়ে হোক না উদযাপন। 



Comments