-- এই ওষুধ খেয়েছিস ? কেন জেগে আছিস রাত ? 
-- পর্নো দেখার সাধ ।
-- ছিঃ , রাত জেগে নোংরা ছবিগুলো ?
রোজই দেখিস তবু মেটে না আশ । 
খেয়েছিস কিছু ?
-- হাফ প্যাগ হুইস্কি সাথে খান কয়েক কাজু। 
-- আর কিছু ? কোন সলিড কিছু খাবার ?
-- না, ইচ্ছে করছে না আমার। 
-- এমা, সারারাত না খেয়ে থাকবি নাকি তুই !
ঘরে এখন রান্না কিছু আছে ?
-- না , তেমন কিছুই নেই নেবার মত পাতে । 
-- সে কি বলবি তো আমায় আগে? 
দাঁড়া, আমি আসছি খাবার নিয়ে। 
-- না --, খবরদার এমন কাজ করিস নাতো তুই। 
-- কেন কি হবে? 
-- এত রাতে একা একটা মেয়ে -- 
-- আমি স্কুটি নিয়ে - কতক্ষণ আর পথ। 
-- যত আইডিয়া বদখত । লাগবেনা, আমি খেয়েছি তো। 
--এই যে বললি খাসনি কিছু তুই। 
-- মিথ্যে বলেছিলাম। 
-- এবার তবে সত্যি করে বল, আমার দিব্যি। 
-- বললাম তো খেয়েছি বাবা, খেয়েছি খেয়েছি খেয়েছি। 
-- তিন সত্যি বললি তো। কি খেয়েছিস তবে? 
-- পিজা সাথে পর্ক মঞ্চুড়িয়ান। 
-- এমা কি কম্বিনেশন দেখো -
তাহলে মিথ্যে বলিস কেন? 
-- ইচ্ছে করেই, ভালো লাগলো তাই। বাবু ঘুমিয়েছে ?
-- সেই কখন - তার মাসীর কাছে । সারাদিন জ্বালিয়ে মারে -
তুইও শুয়ে থাক, কাল অফিস যেতে হবে। 
এই, এই শোন , ঘরে এখন কে আছে রে তোর সাথে। -- কই না তো? 
-- এই যে আমি শুনতে পেলাম মেয়েলি কন্ঠস্বর। 
সত্যি করে বল। 
-- বললাম তো, এত রাতে কে থাকবে ঘরে। 
-- দাঁড়া , ভিডিও কল করছি, ধরবি কিন্তু। 

-- ইস ঘরটা কেমন অগোছালো রাখা -
একটু ডান দিকে ঘোরা। না, না ওদিকটায় -
চাদরটা তোল- খাটের নিচ -
রান্নাঘর - আলমারি টা খোল-
এবার বাথরুমটা দেখা। 
ওমা টিভি চলিয়েছিস তুই ? বলবি তো !
শুধু শুধু টেনশন দেওয়া, দুষ্টু কোথাকার। 
এবার একটু ঘুমাও। 

(এবার ফোন গেছে কেটে। ,দীর্ঘশ্বাসের পর। )
-- কপাট খোলা আছে চলে এসো ভিতর। 
কি সাংঘাতিক মেয়ে রে বাবা? 
ঘুরে ঘুরে সবটা দেখেই ছাড়লে। 
বুদ্ধি করে বাইরে গেছিলে ছুটে -
তবে তোমাকেও বলিহারি দিই, 
অমন করে ব্রাটাকে কি ছড়িয়ে রাখতে আছে? 
ভাগ্যিস আমি বসেছিলাম তার উপর, নইলে ?

Comments